একের পর এক শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। সেখানে বেড়েই চলেছে লাশের সংখ্যা। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে।
এদিকে, শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ ফুটবলার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে মার্কা।
পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাতে মার্কা জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার ওই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। জরুরি উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা হওয়ায় এবং ডান পায়ে আঘাত থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
Development by: webnewsdesign.com