রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভায় এলাকার মসজিদের ঈমামদের নিয়ে বাল্য-বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩১ মে ) মঙ্গলাবর বেলা ১১টার সময় পৌরসভার কন্সফারেন্স রুমে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুৃর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ঈমানদের উদ্যোশে বলেন, ইমামেরা বেশ জ্ঞানের অধিকারী । তারা বাল্য বিবাহ রোধে ভাল ভুমিকার রাখতে পারেন । গ্রামের বিভিন্ন সমজিদের মুসল্লিদের বাল্য বিবাহ এর পাশিপাশি মাদক প্রাতিরোধে সবাইকে সচেতন করতে হবে।
Development by: webnewsdesign.com