অক্টোবর থেকে ভারত জুড়ে শুরু হচ্ছে আনলক ফাইভ। আর ওই দিন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর থেকে উঠে যাচ্ছে বিধি নিষেধ। খুলছে সিনেমা হল, থিয়েটার, যাত্রা পালা। করা যাবে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার পেজে টুইট এর মাধ্যমে এই কথা জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অবশ্যই এই সব ক্ষেত্রে মানতে হবে কোভিড স্বাস্থ্য বিধি। সিনেমা হলে এক সাথে ৫০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং প্রবেশের আগে প্রত্যেককেই হতে হবে স্যানিটাইজ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, আয়োজককে কড়া নজরদারি চালাতে হবে আগতদের দূরত্ববিধি মানা নিয়ে যথেষ্ট সচেতন থাকতে বলা হয়েছে।
ভারতের বর্তমানের যে’কটি রাজ্য কোভিড প্রবণ রাজ্য হিসাবে চিহ্নিত; এর মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। রাজ্যটির রাজধানীর দক্ষিণ কলকাতার ইটালি ফেরত এক যুবকের শরীরে ১৭ মার্চ প্রথম কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সেই হিসাবে এখন পর্যন্ত রাজ্যটিতে কোভিড আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার। সুস্থ হয়েছেন ২ লাখ ১৪ হাজার মানুষ। আর এ ভাইরাসে প্রাণ হারাতে হয়েছে প্রায় ৪ হাজার ৮শ মানুষকে।
গোটা ভারতের জাতীয় কোভিড বিস্তারে হিসাবে রাজ্যটিতে করোনা বিস্তারের হার ১ দশমিক ৪ শতাংশ। সুস্থ হয়েছেন গড় ৮৮ শতাংশ এবং মৃত্যু হয়েছে জাতীয় গড় হিসাবে ১ দশমিক ৯ শতাংশ। অন্য দুটি ক্যাটাগরিতে মমতার রাজ্য ভালো থাকলেও জাতীয় মৃত্যুর নিরেখে অনেকটাই বেশি রয়েছে এখনও। ভারতে প্রায় ৬০ লাখ মানুষের শরীরের বাসা বেধেছিল কোভিড-১৯। মৃত্যু হয়েছে প্রায় ৯৫ হাজার। সুস্থ হয়েছে ৫০ লাখ মানুষ।
Development by: webnewsdesign.com