মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে কাজিপুরে যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | ৬:২৭ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে কাজিপুরে যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে কাজিপুরে যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
apps

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫১ তম প্রতিষ্ঠা ২০২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের সম্মুখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি শুরু হয়।

পরে স্মার্ট কাজিপুর বিনির্মাণে যুবদের সাথে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন, মুনসুর নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাইজবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম স্বপন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আঃলীগের সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের সভাপতি/সম্পাদক সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com