চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ মাইও থান্ত পে মারা গেছেন। রোববার (৭ আগস্ট) দক্ষিণ-পশ্চিম চীনের কুনমিং শহরে আকস্মিক মৃত্যু হয় তার। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং বেইজিংয়ের কূটনৈতিক সূত্র থান্ত পে’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।মিয়ানমারের রাষ্ট্রদূত উ মাইও থান্ত পে। ছবি: দ্য স্টার
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (৮ আগস্ট) মিয়ানমারের রাষ্ট্রীয় একটি সংবাদপত্রে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে থান্ত পে’র মৃত্যুতে শোক প্রকাশ করা হলেও সেখানে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।তবে বেইজিংয়ের কূটনীতিকরা এবং চীনা ভাষায় প্রকাশিত মিয়ানমারের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সম্ভবত’ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রদূত থান্ত পে।স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, উ মাইও থান্ত পে-কে সবশেষ গত শনিবার (৬ আগস্ট) মিয়ানমারের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের একজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়।চীনে মিয়ানমার দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।উ মাইও থান্ত পে ২০১৯ সালে চীনে মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমার সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখলে নেয়ার পরও তিনি তার পদে বহাল ছিলেন।থান্ত পে ছাড়াও চীনে গত এক বছরে আরও তিনজন রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। বেইজিংয়ে নিযুক্ত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে গেল সেপ্টেম্বরে মারা যান ৫৪ বছর বয়সী জার্মান রাষ্ট্রদূত জ্যান হেকার।এর আগে, এপ্রিলে মারা যান চীনে নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত হোসে সান্তিয়াগো ‘চিটো’ স্টা রোমানা। চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মৃত্যু হয় ৭৪ বছর বয়সী এ রাষ্ট্রদূতের।এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং শীতকালীন অলিম্পিক ভেন্যু পরিদর্শনের সময় ৬৫ বছর বয়সে মারা যান চীনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সেরহি কামিশেভ।
Development by: webnewsdesign.com