লিভারপুলের আজকাল যা কিছু, তার সবকিছুতেই কোনো না কোনোভাবে জুড়ে আছে মিশরীয় সম্রাট মোহাম্মদ সালাহর নাম। পিরামিডের দেশের এই ফুটবলার তার স্বীকৃতি স্বরূপ ইংলিশদের কাছ থেকে পাচ্ছেন নানা সম্মানও।
ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে এবার ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুল স্ট্রাইকার সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মত সালাহর মাথায় এই স্বীকৃতির মুকুট চড়ল।
সালাহ এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে মাত্র ৩১ ম্যাচে ২২ গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন ১৩ বার। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে অবস্থান করছে অল রেডসরা।
তাই এফডব্লিউএ’র ৪৮ ভাগ ভোট গেছে সালাহর পক্ষে। পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনাকে।
Development by: webnewsdesign.com