মিলানের বিরুদ্ধে পাত্তাই পেল না জুভেন্টাস

সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ

মিলানের বিরুদ্ধে পাত্তাই পেল না জুভেন্টাস
apps

মৌসুমের শুরু থেকে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও টানা চার জয়ে ঘুরে দাঁড়িয়েছিল জুভেন্টাস। রবিবার রাতে টেবিলের শীর্ষ দুইয়ে থাকা ইন্টার মিলানকে পরাস্ত করার মিশনে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। কিন্তু টপার হওয়ার যোগ্যতার প্রমাণ দিয়েছে ইন্টার মিলান। বলতে গেলে মিলানের কাছে পাত্তাই পেল না জুভেন্টাস। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মিলান। ঘরের মাঠে জুভেন্টাসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যান্থনিয় কন্তের শিষ্যরা।

ম্যাচে খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেননি জুভিরা। একের পর এক আক্রমণ সামলেই কেটেছে ম্যাচের বেশিরভাগ সময়। যদিও ম্যাচের ১১ মিনিটে ইন্টারের জালে বল জড়াতে সক্ষম হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।

এর পরের মিনিটেই হেডে জুভেন্টাসের জাল কাঁপান ইন্টারের মিডফিল্ডার আর্থুরো ভিদাল। ডান দিক থেকে বারেল্লার ক্রসে বক্সের সামনে থেকে চমৎকার এক হেডে বল জালে পাঠান এ চিলিয়ান মিডফিল্ডার।

লিড পেয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ইন্টার। বারবারই জুভেন্টাসের ডি-বক্সে ঢুকে আতঙ্ক ছড়াতে থাকেন রোমেলু লুকাকু ও লাউতারো মার্টিনেজ। যদিও প্রথমার্ধে দ্বিতীয় গোলের দেখা পায়নি ইন্টার মিলান। ১-০ স্কোরলাইনে বিরতিতে যান স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। এবার গোল করেন প্রথম গোলে বলের জোগানদাতা নিকোলো বারেল্লা। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ইতালিয়ান মিডফিল্ডার। ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিলানের দলটি। বাকিটা সময় শতচেষ্টা করেও একটি গোলও শোধ করতে পারেননি রোনাল্ডোরা। ২-০ গোলের ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে তুরিনের ক্লাবটি।

এ জয়ের পর ১৮ ম্যাচ খেলে ইন্টার মিলানের সংগ্রহ ৪০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে জুভেন্টাস।

Development by: webnewsdesign.com