মির্জা ফখরুলকে আটকের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | ৩:৫৮ অপরাহ্ণ

মির্জা ফখরুলকে আটকের প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ
apps

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধ ঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।

গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিনেমা হল মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে গেলে পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডে নামক এলাকায় এসে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিলটি,পরে যুবদলের নেতাকর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নজমুল হুদা মিঠু সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি বাকাউল জিলানী রিংকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, যুবদলের সদস্য সচিব দিদারুল ইসলাম রানা, পৌর বি,এন, পি নেতা তোবারক আলী,মুরাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কনক,সেলিম রেজা,নবিন,ফারুক ,স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল রানা প্রমুখ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷

Development by: webnewsdesign.com