‘মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন বাবর আজম’..

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ১২:০৬ অপরাহ্ণ

‘মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন বাবর আজম’..
apps

পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরমেটের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হয়েছেন এক পাকিস্তানি নারী। মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে সেই নারীর সঙ্গে ১০ বছর ধরে মেলামেশা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া নির্যাতনেরও অভিযোগ তোলেন তিনি।

পাকিস্তানের লাহোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন হামিজা মুখতার নামে এক নারী। শনিবার (২৮ নভেম্বর) সংবাদ সম্মেলন করেন তিনি।

হামিজা মুখতার নামে ওই নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘বাবর আজম অনেক আগে থেকেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। প্রায় ১০ বছর ধরে তাদের এই সম্পর্ক চলছিল। এই সময়ের মধ্যে তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছিলেন।’

হামিজা জানান, বাবর আজম ছিলেন তার স্কুলের বন্ধু। তারা একসঙ্গেই পড়াশোনা করতেন। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১০ সালে রামিজাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবর। শুধু তাই নয়, কোর্টে বিয়ে করবেন বলে তারা দু’জন নাকি পালিয়েও গিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার সময় তারকাখ্যাতি পান বাবর। এরপর থেকেই হামিজাকে আর পাত্তা দেননি তিনি। বিয়েও করেননি।

হামিজা জানান, পুলিশের কাছে অভিযোগ করায় হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন এবং শারীরিকভাবে নির্যাতনও করেছিলেন।

সাজ সাদিক নামে পাকিস্তানি এক সাংবাদিক টুইটারে ওই নারীর প্রেস কনফারেন্সের ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিও দেখার পরই পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওটি দেশটির ক্রিকেটের সম্মানহানি করছে বলেও অনেকে মন্তব্য করেছেন।

এদিকে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার জন্য এই মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছেন বাবর আজম।

Development by: webnewsdesign.com