মিঠাপুকুরে স্ত্রীর পুঁতে রাখা লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৩:১১ অপরাহ্ণ

মিঠাপুকুরে স্ত্রীর পুঁতে রাখা লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
apps

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী আনারুলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই মিঠাপুকুরের সন্তোষপুর গ্রামের আনারুলের স্ত্রী হোসনেয়ারা বেগম নিখোঁজ হন। জানতে চাইলে আনারুল হোসনেয়ারার পরিবারকে জানান, বাবার বাড়ির কথা বলে তিনি বেরিয়ে গেছেন। এরপর থেকে আনারুল নিজেও গা ঢাকা দেন। ১ সেপ্টেম্বর এ ঘটনায় হোসনেয়ারার পরিবারের লোকজন মিঠাপুকুর থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে আনারুল পুলিশের হাতে গ্রেফতার হয়।

পারিবারিক কলহের জেরে হোসনেয়ারাকে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে আনারুলের তথ্য অনুযায়ী তার বাড়ির পেছনে আবাদি জমিতে পুঁতে রাখা হোসনেয়ারার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

Development by: webnewsdesign.com