মাস্ক না পরায় দক্ষিণ সুনামগঞ্জে পাগলা বাজারে অভিযান,জরিমানা ১৩ জনকে

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৭:০৫ অপরাহ্ণ

মাস্ক না পরায় দক্ষিণ সুনামগঞ্জে পাগলা বাজারে অভিযান,জরিমানা ১৩ জনকে
apps

করোনা মহামারি থেকে রক্ষা পেতে মুখে মাস্ক না পরায় ১৩ ব্যক্তিকে মোট ২হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও সঠিক মূল্যে পণ্য বিক্রি না করায় ১টি মুদির দোকানকে আরও ১ হাজার টাকা জরিমানা করেছেন তারা বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা রায়। এ সময় পাগলা বাজার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান ও দক্ষিণ সুনামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাবুল হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা রায় বলেন, সামনে শীত আসছে। করোনা ভাইরাসের প্রকোপ ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। মানুষকে সচেতন করতে আমাদের এ অভিযান।

মাস্ক না পরায় আমরা প্রথম অবস্থায় ১৩ জনকে ও সঠিক মূল্য তালিকা না থাকায় ১টি মুদির দোকানকে মোট ৩হাজার ৭শ টাকা জরিমানা করেছি। মানুষকে সচেতন করতে ডিসি স্যার ও ইউএনও স্যারের দিকনির্দেশনায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com