মাস্কহীন মানুষগুলো তো একেবারে নগ্ন: বিল গেটস..

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ১২:১৫ অপরাহ্ণ

মাস্কহীন মানুষগুলো তো একেবারে নগ্ন: বিল গেটস..
apps

যাঁরা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে চান না, বা মাস্ক পরতে চান না তাঁদের একেবারে নগ্নবাদী বলে দিলেন বিল গেটস। যুক্তরাষ্ট্রে এখন মাস্ক-বিরোধী আন্দোলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এটা যে ভয়াবহ সে কথাই মনে করিয়ে দিয়ে বিল গেটস এক সাক্ষাৎকারে একথা বলেন।

ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে বিল গেটস জানান, করোনাকে সাধারণ ঠাণ্ডা লাগা বা সর্দি-কাশি-জ্বরের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই ধরনের রোগীরা মাস্ক না পরলে তবু চলে যায়। কিন্তু একজন করোনারোগীকে মাস্ক পরতে হবে অবশ্যই।

এমনকী, যার এখনও এই রোগ হয়নি প্রতিরোধক ব্যবস্থা হিসেবে তারও মাস্ক পরা জরুরি। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, মাস্ক পরলে করোনার হাত থেকে মৃত্যু এড়ানো সম্ভব না হলে এর দারুন প্রভাব পরবে। প্রসঙ্গত, বিল গেটস করোনা টিকার জন্য বিপুল অর্থ দান করেছেন।

Development by: webnewsdesign.com