পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরে গেছেন। মালয়েশিয়া সফর বাতিলের প্রায় দেড় মাস পর তিনি কুয়ালালামপুর গেলেন। সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে বলে জানা গেছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইমরান খান মালয়েশিয়া পৌঁছেছেন। কুয়ালালামপুরে তাকে অর্ভ্যথনা জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। এসময় মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী মোহামাদ সবুও উপস্থিত ছিলেন। এছাড়াও মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার আমনা বালুচ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি মালয়েশিয়া দুই দিন অবস্থান করবেন।
গত নভেম্বরে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও উন্নয়ন বাড়ানোর বিষয়ে সম্মেলন করার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।
এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি ও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সম্মেলনে অংশ নিলেও ইমরান খান কুয়ালালামপুর সফর বাতিল করেন। ১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
Development by: webnewsdesign.com