মালয়েশিয়ার নতুন মানবসম্পদ মন্ত্রী শিবকুমার

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ

মালয়েশিয়ার নতুন মানবসম্পদ মন্ত্রী শিবকুমার
মালয়েশিয়ার নতুন মানবসম্পদ মন্ত্রী শিবকুমার
apps

মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনে সংসদীয় আসন বাতু গাজার পাকাতান হারাপানের প্রার্থী ছিলেন শিবকুমার আল ভারথারাজু নাইডু। এবারের সংসদীয় নির্বাচনে ৫৩ হাজার ৮৩৬ ভোটে জয়ী হয়ে আনোয়ার ইব্রাহিমের মন্ত্রিসভায় মানবসম্পদ মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।

শিবকুমার ভারাথারাজু একজন ডিএপি রাজনীতিবিদ এবং মালয়েশিয়ার পেরাক রাজ্যের ট্রনোহের অ্যাসেম্বলিম্যান ছিলেন। ২০০০-২০০৮ সালে ইউনুস ওয়াহিদের স্থলাভিষিক্ত হওয়ার পর তিনি মালয়েশিয়ার প্রথম ভারতীয় হিসেবে পেরাক রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত হন।

শিবকুমার ভারাথারাজু নাইডু একজন সোজা সাপ্টা কথা বলা লোক। তার সামনে যে কোনো চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। তিনি ভারতীয়দের বিষয়ে সবচেয়ে কঠোর এবং সোচ্চার নেতাদের একজন।

সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানানের পর মানবসম্পদ মন্ত্রী হিসেবে বাংলাদেশের সঙ্গে মানবসম্পদ ইস্যু নিয়ে কেমন কাজ করবেন সে বিষয়ে উৎসুক হয়ে আছে সাধারণ প্রবাসীরা।

Development by: webnewsdesign.com