‘মার্চ ফর ইউনূস’র ডাক দিয়েছে নারায়ণগঞ্জের ছাত্রজনতা

এবার প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে বহাল রাখার দাবিতে ‘মার্চ ফর ইউনূস’র ডাক দিয়েছে ছাত্রজনতা। নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতো এই ঘোষণা আসল। যেখানে দাবি করা হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন।

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ

‘মার্চ ফর ইউনূস’র ডাক দিয়েছে নারায়ণগঞ্জের ছাত্রজনতা
apps

রোববার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে মানববন্ধনের একটি ব্যানার। যেখানে বলা হয়েছে আগামীকাল (সোমবার) চাষাঢ়া প্রেসক্লাবের নিচে বিকাল ৫ টায় সকল জনসাধারণের উদ্যোগে “মার্চ ফর ইউনুস” ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানারের সঙ্গে ক্যাপশনে বলা হচ্ছে- আওয়াজ উঠিয়ে প্রথম বুক পেতে মরে যাওয়ার পর যেই স্লোগানে সারা বাংলাদেশ জেগে উঠেছিল ‘আমার ভাই মরলো কেন জবাব চাই থেকে একদফা অব্দি যে গেইম হয়েছিল’ সেই আওয়াজ ওঠানোর জন্য বুক পেতে মরে যেতেও রাজি বাকিটা আপনারা দেখে নিয়েন, এক দফা অব্দি পৌঁছে দিয়েন। এবার ঢাকা ইউনিভার্সিটি না এবার নারায়ণগঞ্জ থেকে শুরু হবে গণজোয়ার।

আরোও পড়ুন: মার্চ ফর গাজা : সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই মানুষের ঢল

ক্যাপশনে আরও বলা হয়- মোটিভ অনলি দুইটা। সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করতে হবে এবং সংস্কার অব্দি সরকার রক্ষা করতে হবে। আসিফ, নাহিদ-সার্ভিসের দরকার নাই ডক্টর ইউনুস বহাল থাকুক এটাই চাই। স্বৈরাচার মানি নাই আগামীতেও মানবো না। এই দেশ আমরা উদ্ধার করেছি আমরাই বহাল রাখবো।

উল্লেখ্য, নির্বাচন নিয়ে রাজনৈতিক দল থেকে বারবার রোডম্যাপ চাওয়া হচ্ছে। বিষয়টিকে অনেকেই অন্তর্বর্তী সরকারের ওপর চাপ মনে করছেন। যার করণে গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারকে পাঁচ বছর রাখার জন্য দাবি তোলা হচ্ছে। এবার সে দাবি নিয়ে মাঠে নামছে নারায়ণগঞ্জের ছাত্রজনতা

Development by: webnewsdesign.com