আবার ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কাতিউশা রকেট দিয়ে এই হামলা চালানো হয়। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে হামলাটি চালিয়েছে ইরান। এই হামলায় কোন ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও এক বিবৃতিতে ওয়াশিংটন এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে।
ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলেছে, বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে মার্কিনীদের আল–বালাদ বিমানঘাঁটিতে ইরান থেকে ছোট ধরনের ৮টি কাতিউশা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর কয়েকটি আঘাত হেনেছে বিমানঘাঁটির একটি রেস্তোরাঁয়। অন্যগুলো আঘাত হানে উড়োজাহাজের রানওয়ে ও বিমানঘাঁটির ফটকে।
Development by: webnewsdesign.com