মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ | ১২:৫৯ অপরাহ্ণ

মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা
apps

ফের কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। শনিবার রাতের পর রবিবার রাতেও এই হামলা চালানো হলো। ইরাকি সেনা বাহিনী জানিয়েছে, এর মধ্যে তিনটি রাজধানীর গ্রিন জোনের সরকারি ভবন ও বিদেশি মিশনে আঘাত হেনেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, ছয়টি কাতিউশা মডেলের রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। তিনটি গ্রীন জোনে এবং বাকি তিনটি রকেট কাছাকাছি জাদরিয়া এলাকায় আঘাত হেনেছে। পুলিশ জানিয়েছে, এসব হামলায় ছয়জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, সামান্যর জন্য বেঁচে গিয়েছে মার্কিন দূতাবাস।

বাগদাদ বিমানবন্দরে সম্প্রতি হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। দুই দেশই একে অপরকে হুমকি দিচ্ছে। সোলায়মানি হত্যার কঠিন প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদের মিনারে তারা যুদ্ধপতাকাও উড়িয়েছে।

Development by: webnewsdesign.com