মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না জিএম কাদের

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ২:২৩ অপরাহ্ণ

মামলা নিষ্পত্তি  না  হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না  জিএম কাদের
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না জিএম কাদের
apps

মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে বিচারিক আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে বিচারিক (নিম্ন) আদালতে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। আগামী ৯ জানুয়ারি এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

Development by: webnewsdesign.com