মানুষ সমালোচনা ও প্রশংসা দুটোই করবে: তামিম

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ৯:১২ অপরাহ্ণ

মানুষ সমালোচনা ও প্রশংসা দুটোই করবে: তামিম
apps

‘যত সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয়, খুব কম বাংলাদেশি ক্রিকেটারই শুনেছে। সেদিক থেকে আমি প্রস্তুত। প্রতি সেকেন্ডেই আমার সঙ্গে কিছু না কিছু হয়। কিছু কারণে হয়, কিছু অকারণে। এটা কোনো সমস্যা না। আমাকে এটার সঙ্গে লড়তে হবে। অধিনায়কত্বের সঙ্গে অনেক কিছুই আসবে। মানুষ সমালোচনা করবে, প্রশংসাও করবে। দুটোই আসবে। আমার জন্য উপভোগ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন বিষয়টি উপভোগ করছি।’

বলছিলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আজ মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণের পর আবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে প্রায় সব দল। বাংলাদেশকেই একটু বেশি অপেক্ষা করতে হয়েছে আন্তর্জাতিক ব্যস্ততা ফেরাতে। আগামীকাল ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এজন্য ‌তামিম ইকবালের জন্য দোয়া করে নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Development by: webnewsdesign.com