খুব ভেঙে পড়েছেন নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এত চমৎকার এক গোলে দলকে এগিয়ে নিলেন। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে হারতে হলো তাদের। এই হার তাঁকে ‘মানসিকভাবে বিধ্বস্ত’ করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের হৃদয় বিদীর্ণ করে দেয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শুরুতেই (১০৫ মিনিট) চমৎকার একটি গোল করে নেইমার ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন।
দল যখন অনেকটাই সেমির পথে, ঠিক সেই সময় ১১৭ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ব্রুনো পেতকোভিচ। সমতাসূচক গোলটিই কি মানসিকভাবে কাল হয়ে গিয়েছিল ব্রাজিলের! শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে হারতে হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
শনিবার এক ইনস্টাগ্রাম পোস্টে ব্রাজিল তারকা লিখেছেন, ‘আমি মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। এটা এমন একটা হার, যেটি আমাকে আহত করেছে, কষ্ট দিয়েছে। ম্যাচের পর কমপক্ষে ১০ মিনিট আমি শরীরে কোনো জোরই পাচ্ছিলাম না। হাঁটার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। এরপর আমি কান্নায় ভেঙে পড়ি। কিছুতেই সেই কান্না থামাতে পারছিলাম না।
ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল হারের পরদিন নেইমারের এই পোস্টে লাইক পড়েছে প্রায় ২০ মিলিয়ন। বিশ্বকাপের আগেই নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে হারের পর নেইমার ঠিক বুঝতে পারছেন না, তিনি আদৌ ব্রাজিলের হয়ে আর বিশ্বকাপ খেলতে পারবেন কি না।
কাতারের আল রাইয়ানে সাংবাদিকদের বলেছেন, ‘আমি আসলেই নিশ্চিত নই। আমি জানি না কী করব।’
ব্রাজিলের কিংবদন্তি পেলে অবশ্য ইনস্টাগ্রামে নেইমারকে লিখেছেন, ‘অনুপ্রেরণা হয়ে থেকে যাও।’ অসুস্থ পেলেকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন নেইমার। সেটিরও উত্তরে পেলে তাঁকে ব্রাজিলের হয়ে খেলে যাওয়ার কথা বললেন।
ব্রাজিলের জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোল নেইমারের। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটি তাঁকে বসিয়েছে পেলের পাশে।
Development by: webnewsdesign.com