গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা হতে ১ হাজার ৩ পিস ইয়াবা’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্প।
৯ ফেব্রুয়ারি ২০২২ ইং সকাল ১০.২০ টার সময় শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দলটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন “পানসী রেস্টুরেন্ট” হাইওয়ে এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে ১। স্বপন মিয়া (৩১), পিতা- মৃত ইউনুস মিয়া, সাং- কাদরাইল, মুন্সিবাড়ী, ২। শামসু মিয়া (৫০), পিতা- মৃত চেরাগ আলী, সাং- সাতগাঁও, উভয় থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়’কে আটক করে এবং অপর একজন ব্যক্তি সু-কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে ১। স্বপন মিয়া (৩১) ও ২। শামসু মিয়া (৫০) এর দেহ তল্লাশিকালে তাদের হেফাজতে রক্ষিত ক। ১০০৩ (এক হাজার তিন) পিস ইয়াবা ট্যাবলেট, খ। মটর সাইকেল-০১ টি, গ। মোবাইল-০২ টি, ঘ। সীমকার্ড-০৩ টি ও নগদ-২,২০০/- টাকাসহ বিধি মোতাবেক জব্দ পূর্বক গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। স্বপন মিয়া (৩১) ও ২। শামসু মিয়া (৫০) এবং পলাতক আসামী সহ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা পলাতক আসামী লোকমান (৩০), পিতা- মৃত মারফত আলী, সাং- হাজীপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া বলে জানায়।
মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com