হবিগঞ্জের মাধবপুর বিষপানে মোঃ হৃদয় মিয়া (২৭) নামে এক যুবক আতœহত্যা করেছে। সে পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। পুলিশ জানায় শনিবার (০৪-মে) রাত প্রায় ৯টার দিকে হৃদয় মাধবপুর বাজারের জনৈক প্রানবন্ধুর চা-ষ্টলের সামনে বিষ পান করে।
তাৎক্ষনিক ভাবে স্বজনরা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। উল্লেখ্য যে তার বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার (ওসি) তদন্ত আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Development by: webnewsdesign.com