মাধবপুরে ৪০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় চুলসহ দুই জন গ্রেফতার

সোমবার, ২৭ জুন ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ

মাধবপুরে ৪০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় চুলসহ দুই জন গ্রেফতার
apps
হবিগঞ্জের মাধবপুরে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চুলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার (২৭-জুন) ভোরে মনতলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল আক্তারের নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম উপজেলার দেওগাঁও আজিজিয়া মাদ্রাসার কাছে অভিযান চালিয়ে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামের মৃত কাছন আলী’র ছেলে মোঃ হানিফ মিয়া(৩৪) ও তেলিয়াপাড়া চা বাগানের স্বদেশ পানের ছেলে রাজন পান (২২) কে আটক করে।
এসময় তাদের কাছে রক্ষিত পিকআপ বোঝাই ৮ বস্তায় ১৯৭ কেজি ভারতীয় চুল জব্দ করেন যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান-গ্রেফতার কৃতদের পিকআপ ও মালামালসহ মাধবপুর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com