হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার (১-ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১জন চেয়ারম্যান শপথ গ্রহন করেন। জেলা প্রশাসক ইশরাত জাহান তাদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার, মোঃ নাজমুল হাসান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৯৯ জন সাধারন সদস্য ও ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেন। মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, তাদেও শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com