হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোঃ দুলালের উপর হামলা মামলার আসামি রফিক উদ্দিন খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ|
সোমবার (১৫ নভেম্বর) রাতে মাধবপুর থানার এসআই মুমিনুল ইসলাম ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার বনগাঁও গ্রামের রফিক উদ্দিন খান কে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ১০ নভেম্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোঃ দুলালের উপর হামলার ঘটনায় তার ভাই আমির আলী বাদি হয়ে রফিক উদ্দিন খান কে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
Development by: webnewsdesign.com