মাধবপুরে ব্যবসায়ীর ৫ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ড্রাইভার আউয়াল উধাও

শনিবার, ০৬ আগস্ট ২০২২ | ৬:০০ অপরাহ্ণ

মাধবপুরে ব্যবসায়ীর ৫ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ড্রাইভার আউয়াল উধাও
apps

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী ছায়েদ খানের ৫ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ড্রাইভার উধাও হয়েছে। শুক্রবার বিকালে ব্যবসায়ের কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মুরগি ক্রয়ের জন্য ৫ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে পাঠানো হয়।

কিন্তু ওই টাকা নিয়ে গাড়ীর ড্রাইভার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মোঃ গেন্দু মিয়ার ছেলে ড্রাইভার আউয়াল মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত সানু মিয়া খানের ছেলে মোঃ ছায়েদ মিয়ার মাধবপুর পশ্চিম বাজারের মেসার্স নিউ বিছমিল্লাহি ব্রয়লার হাউজ এর স্বত্ত্বাধিকারী তাকে পাঠালে সে উক্ত টাকা নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনাটি বিজয়নগর এরিয়ার হওয়ায় অফিসার ইনচার্জ, বিজয়নগর বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির ইন্সপেক্টর রোস্তম আলী জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রমানিত হতে ড্রাইভার আউয়াল মিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com