হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ১১টি ওয়ারেন্ট মূলে ০৯ (নয়) জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় রবিবার (০৩ জুলাই) গোপন সংবাদ ভিত্তিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মহোদয়ের দিকনির্দেশনায় মাধবপুর থানার কয়েকটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে এএসআই জিয়াউর রহমান কর্তৃক ১/ জিআর-১১৭/১৬, জিআর-২২৭/২২ এবং জিআর- ৩৭৯/১৬ এর পরোয়ানা ভুক্ত আসামী হল হেফজু মিয়া (৩৮) সে উপজেলা খড়কি গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক ও এএসআই টিপু মিত্র কর্তৃক জিআর-১২/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী হলঃ ২। সবুজ প্রধান, ৩। সারথী প্রধান, উপজেলা চা বাগান (বিশ টিলা) নোয়াপাড়া গ্রামের উভয় নরেশ প্রধান ছেলে, থানার এসআই মোঃ আব্দুল ওয়াহেদ গাজী ও এসআই ছাইদুর রহমান কর্তৃক নারী শিশু ২৮/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী হলঃ ৪।মোঃ রোমান মিয়া, পিতা-মোঃ জিতু মিয়া, ৫। মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মোঃ কাসেম মিয়া, উভয় সাং-ইটাখোলা মুড়াপাড়া এবং নারী শিশু ৪৫৩/১৮ পরোয়ানা ভুক্ত আসামী হলঃ ৬। জানু মিয়া, পিতা-মৃত ইছব আলী, সাং-মেরাশানী, থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জ।
নারী শিশু ৯২/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৭। উজ্জল মিয়া, পিতা-ফজল মিয়া, সাং-বুল্লা এসআই মঞ্জুরুল ইসলাম কর্তৃক নন জিআর-২৯/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৮। মোঃ বশির মিয়া (৫০) পিতা-মৃত সামছু মিয়া, সাং-কমলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, এসআই শামসুল আরেফিন জিহাদ ভুইয়া কর্তৃক মিস-২৭৯/২১ পরোয়ানাভুক্ত আসামী ৯। জাহার মিয়া (৩৫) পিতা-বাস্বিমুল, সাং-পূর্ব মাধবপুর।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ওয়ারেন্ট ভূক্ত পলাতক সর্বমোট ০৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com