হবিগঞ্জের মাধবপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মো: হোসেন মিয়া (৩৮) নামে মাধবপুরের এক মাদক কারবারিকে ২০কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। হোসেন মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের মো: আব্দুল খালেক এর পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, রোববার ৩০-জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই দ্রুবেশ চক্রবর্তী’র নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ঢাকা-সিলেট মহাসড়ককের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ উল্লেখিত ব্যাক্তিকে গ্রেপ্তার করে। এসআই দ্রুবেশ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com