হবিগঞ্জের মাধবপুরে গাঁজা পাচারকালে এক পুলিশ সদস্য সহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে আজ ( মঙ্গলবার ) বিকেলে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরন করেন।
ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গ্রেফতারকৃতরা হল মাধবপুর থানার পুলিশ কনস্টবল মনির হোসেন (কং/নং ১৩১১, বিপি নং ৯৯১৮২০৬৫১৯) ও উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)। এ ঘটনায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) রতন লাল দেব বাদী হয়ে মঙ্গলবার থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায় (৩০-আগস্ট) রাতে সীমান্তবর্তী মনতলা এলাকা থেকে একটি মোটরসাইকেল যোগে মনির হোসেন তার বন্ধু শাকিল কে নিয়ে মাধবপুরের দিকে আসছিল।
এসময় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক রতন লাল দেবের নেতেৃত্বে টহল দ্বায়িত্বে থাকা একদল পুলিশ উল্লেখিত এলাকায় তাদের গতিরোধ করে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ কনস্টবল মনির হোসেন ও শাকিলকে গাঁজাসহ মাধবপুর থানায় সোর্পদ করে।
এ ঘটনায় এস আই রতন লাল দেব বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। পুলিশ কনস্টবল মনির হোসেন ও শাকিল মিয়াকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে পুলিশ কনস্টবলসহ শাকিলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাহমুদুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদনের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হব।
Development by: webnewsdesign.com