মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
apps

হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ, গ্রেফতারকৃত কামাল মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার মেথি কান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও তানভীর মিয়া একই এলাকার শহিদ মিয়ার ছেলে।

জানা যায় মঙ্গলবার (৮-মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চৌমুহনী বাজারে চেকপোস্ট বসিয়ে একটি পিক-আপে (ঢাকা মেট্রো ন -১৯-৩০৫৩) বিশেষ কৌশলে গাঁজা পাচার কালে ৪০কেজি গাঁজাসহ কামাল মিয়া (৪০) ও তানভীর মিয়া (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা বলেন, গাঁজা পাচারকারী চক্রের মূল হোতাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Development by: webnewsdesign.com