মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৫৭ পূর্বাহ্ণ

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
apps

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় হালিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালকিনি-ভূরঘাটা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

হালিমা কালকিনির উত্তর রাজদী গ্রামের মৃত ওয়াহাব হাওলাদারের স্ত্রী। জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি হালিমা। এ সময় ভূরঘাটা থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ৮টা দিকে চিকিৎসাধীন অবস্থায় হালিমার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মৃধা জানান, মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ হালিমা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিক্যালে কলেজ হাসপাতলে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Development by: webnewsdesign.com