সীমান্তে হতদরিদ্র লোকজন দারিদ্রের করাল গ্রাসে বিচলিত হয়ে মাদক ব্যবসা ও চোরাচালানে যুক্ত হয়ে পড়ছে। তাই তাদের দরিদ্রতা দূর করতে পারলে সীমান্তে মাদক ব্যবসা অনেকাংশে কমে যাবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। শনিবার (২৫ জানুয়ারি) রাতে র্যাব-১৩ (রংপুর) এর ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, জঙ্গিবাদ রংপুর অঞ্চলের অন্যতম সমস্যা। এই সমস্যা মোকাবিলায় র্যাবের বিচক্ষণ তৎপরতায় তা বর্তমানে শূন্য পর্যায়ে চলে আসছে। এছাড়াও এই অঞ্চলের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সদা সজাগ রয়েছে র্যাব-১৩।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই অঞ্চলে মাদকসহ বিভিন্ন চোরাচালান খুব বেশি হয়ে থাকে। সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতার করাল গ্রাসে বিচলিত হয়ে মাদকসহ চোরাচালান ব্যবসায় জড়িয়ে পড়ছে। তাই তাদের উন্নয়নে সরকারি বেসরকারি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দারিদ্র দূর করলে মাদক ও চোরাচালান ব্যবসা অনেকাংশে দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছে র্যাব।
আলোচনা সভা শেষে কেক কেটে ও আতশবাজি ফাটিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর র্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রো কমিশনার আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত ডিআইজি টি এম মুজাহিদুল ইসলাম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ রংপুরের র্শীষ প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা।
Development by: webnewsdesign.com