মাদকসহ আটক ৪

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | ৯:০৪ অপরাহ্ণ

মাদকসহ আটক ৪
মাদকসহ আটক ৪
apps

বঙ্গবন্ধু সেতু এলাকায় অভিযান চালিয়ে ১১ বছর বয়সী এক শিশুসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন (২২) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা শিশুটি একই এলাকার মৃত শাহিনের ছেলে সবুজ ইসলাম (১১)।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবুল হাসেম সবুজ জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেতুর পশ্চিপাড় রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে মহাসড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন, তার স্ত্রী শিশু কন্যা এবং শিশু সবুজকে ব্যাগ-পটলা নিয়ে মহাসড়কে অপেক্ষমান দেখা যায়। তাদেরকে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত সাব্বির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই শিশুসহ নারীদের সাথে নিয়ে ব্যাগে মাদক বহন এবং দেশের বিভিন্ন জেলায় মাদক পৌছে দিতো সে। এ ঘটনায় সাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com