মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করেছে (ডিএমপি)

সোমবার, ০৪ জুলাই ২০২২ | ১:১২ অপরাহ্ণ

মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করেছে (ডিএমপি)
apps

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে তিন হাজার ১১২ ইয়াবা ট্যাবলেট, ৬২ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com