মাদকবিরোধী অভিযানে ২৫ জনকে আটক করেছে (ডিএমপি)

শনিবার, ১৬ জুলাই ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ

মাদকবিরোধী অভিযানে ২৫ জনকে আটক করেছে (ডিএমপি)
apps

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৩৯৮ পিস ইয়াবা, নয় কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার (১৬ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।

Development by: webnewsdesign.com