মাত্র একদিনের পেট্রল আছে শ্রীলঙ্কায়: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৭ মে ২০২২ | ১:০৪ অপরাহ্ণ

মাত্র একদিনের পেট্রল আছে শ্রীলঙ্কায়:  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
apps

সংকটাপন্ন শ্রীলঙ্কায় ফুরিয়ে গেছে পেট্রল, জরুরি আমদানিতে অর্থায়নের জন্য নেই ডলারও। সোমবার (১৬ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিজেই।

দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা আগামী কয়েক মাস আরও দুর্ভোগের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, আমাদের দেশে পেট্রল ফুরিয়ে গেছে। এ মুহূর্তে আমাদের কাছে শুধু একদিন ব্যবহার করার মতো পেট্রল মজুত আছে।

রেকর্ড মুদ্রাস্ফীতিতে সর্বকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পড়ে খাদ্য, জ্বালানি এবং ওষুধের অভাবে ভুগছে শ্রীলঙ্কার দুই কোটি ২০ লাখের বেশি মানুষ।

বিক্রমাসিংহে বলেন, আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় হবে। সত্য আড়াল করা এবং জনগণের কাছে মিথ্যা বলার কোনো ইচ্ছা আমার নেই।

তবে জনগণকে আগামী কয়েক মাস ‘ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে, এ সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী।

দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীকে মে মাসের বেতন দেওয়ার মতো নগদ অর্থও নেই শ্রীলঙ্কা সরকারের কাছে। ফলে শেষ অবলম্বন হিসেবে নতুন নোট ছাপানোর কথা জানিয়েছেন রনিল বিক্রমাসিংহে।

তিনি বলেন, রাষ্ট্রীয় খাতের কর্মচারীদের বেতন দিতে এবং প্রয়োজনীয় পণ্য ও পরিষেবার জন্য আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে অর্থ ছাপানোর অনুমতি দিতে বাধ্য হয়েছি।

এদিকে শ্রীলঙ্কায় গত সপ্তাহে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন হিসেবে অন্তত ৪০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রোববারই (১৫ মে) আটক করা হয় ১৫৯ জনকে। অন্যদিকে বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে কারফিউ তুলে নেওয়া হলেও শ্রীলঙ্কাজুড়ে আবার জারি করা হয়েছে কারফিউ।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো নজিরবিহীন অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। করোনা মহামারি সামাল দিতে না পারায় আরও নাজুক অবস্থার সৃষ্টি হয় দেশটিতে। ফলে বেড়ে যায় তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ।

খবর: এএফপির

Development by: webnewsdesign.com