ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল মহানবী হযরত মুহম্মদ (সা.) এবং হযরত আয়শা (রা.) সম্পর্কে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা ও ইসলামী ফ্রন্টের যৌথ আয়োজনে উপজেলার চৌমুহনী ময়না চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি দুরুদ আলী, কমলগঞ্জ উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মাহবুব হাসান সুমন, আহলে সুন্নাত ওয়াল জামাত কমলগঞ্জ পৌর শাখার সভাপতি হাজী আফরোজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এবাদুল হোসেন জেমন্, জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি কাজী জুবায়ের, শমসেরনগর ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার সভাপতি মো. নুরুল ইসলাম মামুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শার্মা ও নাভিন জন্দাল কর্তৃক বিশ্বনবী হজরত মুহম্মদ (সাঃ) এবং আয়েশা (রা.)-কে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Development by: webnewsdesign.com