মহানবী ও আয়শা (রা.) সম্পর্কে কটূক্তি করার কমলগঞ্জে মানববন্ধন

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | ৬:৫৬ অপরাহ্ণ

মহানবী ও আয়শা (রা.) সম্পর্কে কটূক্তি করার কমলগঞ্জে মানববন্ধন
apps

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল মহানবী হযরত মুহম্মদ (সা.) এবং হযরত আয়শা (রা.) সম্পর্কে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা ও ইসলামী ফ্রন্টের যৌথ আয়োজনে উপজেলার চৌমুহনী ময়না চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি দুরুদ আলী, কমলগঞ্জ উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মাহবুব হাসান সুমন, আহলে সুন্নাত ওয়াল জামাত কমলগঞ্জ পৌর শাখার সভাপতি হাজী আফরোজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এবাদুল হোসেন জেমন্, জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি কাজী জুবায়ের, শমসেরনগর ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার সভাপতি মো. নুরুল ইসলাম মামুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শার্মা ও নাভিন জন্দাল কর্তৃক বিশ্বনবী হজরত মুহম্মদ (সাঃ) এবং আয়েশা (রা.)-কে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com