এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন কোনো কৃষ্ণাঙ্গ নারী মহাকাশচারী। জেসিকা ওয়াটকিন্স নামের এই নারী আগামী বছর এপ্রিলে স্পেসএক্স ক্রু-৪ মিশনের অভিযাত্রী হবেন।
বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে নাসা। ২০২২-এর মহাকাশ যাত্রার অভিযাত্রীদের নাম ঘোষণা হতেই জেসিকাকে অভিনন্দন জানান সহকর্মীরা। নাসার বিজ্ঞানী ক্যাথি লুডার্সও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।
মহাকাশচারী জনি কিম বলেন, ‘মহাকাশে আরও এক ঝাঁক! জেসিকা ওয়াটকিন্সকে অভিনন্দন। স্পেসএক্স ক্রু-৪ অভিযানে অসাধারণ কিছু করে দেখাবে ও।’
নাসার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার মেরি জ্যাকসনকে সম্মান জানিয়ে ২০২০ সালে ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তরের নাম মেরির নামে রাখা হয়। এর দুই বছরের মাথায় এবার মহাকাশ স্টেশনে যাবেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা। সিএনএন।
Development by: webnewsdesign.com