শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান বিজয় দিবস সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিত মন্ডল বাংলাদেশ বেতার ময়মনসিংহ। বিজয় দিবসের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সচিব, বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রনালয়।
নিরঞ্জন দেবনাথ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। ব্যরিস্টার মোঃ হারুন-অর-রশিদ, বিপিএম-সেবা, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ শাখার সভাপতি এহতেশামূল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিক নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মসিক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব-উল আহসান, মসিক সচিব রাজিব কুমার সরকার, সহকারী সচিব আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, প্রকৌশলী ইঞ্জিনিয়ার (বিদ্যুৎ) জিল্লুর রহমান, প্যালেল মেয়র-০২ মোঃ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র- ০৩ শামীমা রহিম, এছাড়া মসিকের সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, মসিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Development by: webnewsdesign.com