ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র উদ্যোগে সোমবার (২৩ নভেম্বর) পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জীবাণুনাশক স্প্রে ও রোড সুইপিং মেশিনের সাহায্যে বর্জ্য ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে ছিলেন ও উদ্ভোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু, তিনি বলেন করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং যে পর্যন্ত করোনার বেক্সিন না আসবে সে পর্যন্ত আমাদের সবাইকে মাস্ক পরতে হবে ও সাবধানে থাকতে হবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও মহিলা কাউন্সিলরগণ,এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ প্রমূখ।
Development by: webnewsdesign.com