মসিকের উদ্যোগে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার শুভ উদ্বোধন

সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ১০:২১ অপরাহ্ণ

মসিকের উদ্যোগে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার শুভ উদ্বোধন
apps

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র উদ্যোগে সোমবার (২৩ নভেম্বর) পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জীবাণুনাশক স্প্রে ও রোড সুইপিং মেশিনের সাহায্যে বর্জ্য ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে ছিলেন ও উদ্ভোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু, তিনি বলেন করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং যে পর্যন্ত করোনার বেক্সিন না আসবে সে পর্যন্ত আমাদের সবাইকে মাস্ক পরতে হবে ও সাবধানে থাকতে হবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও মহিলা কাউন্সিলরগণ,এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ প্রমূখ।

Development by: webnewsdesign.com