মরহুম আল-আমিন ছিলেন মোহাম্মদ নাসিম এর আর্দশের একনিষ্ঠ কর্মী; এম পি জয়

রবিবার, ০৭ আগস্ট ২০২২ | ৬:২৪ অপরাহ্ণ

মরহুম আল-আমিন ছিলেন মোহাম্মদ নাসিম এর আর্দশের একনিষ্ঠ কর্মী; এম পি জয়
apps

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম আল আমিন তালুকদার এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরণ সভায় মরহুম আল আমিন তালুকদার এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এ সময় তিনি মরহুম আল আমিন এর ছাত্র জীবনে ছাত্র লীগের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন এবং তার নেতৃত্বে উপজেলা ছাত্র লীগ শক্তিশালী ছিল বলে উল্লেখ করেন।রাজনৈতিক দুঃ সময়ে তিনি ছাত্র লীগের নেতৃত্ব দিয়েছেন।প্রধান অতিথি আরও বলেন, নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস ছিল বলেই আল-আমিন সকলের মনের মনিকোঠায় স্থান পেয়েছিল। আমি তার ভিতর দুইটি গুণ লক্ষ্য করেছি, প্রথমত নেতৃত্বের প্রতি অবিচল আস্থা অর্জন, দ্বিতীয়ত মাটির প্রতি ভালোবাসা। তার এলাকার জনসাধারণের দুঃখ দুর্দশার কথা সব সময় আমাকে অবহিত করতেন। তারা ঐকান্তিক প্রচেষ্টায় পূর্ব খুকশিয়া বাঐখোলাতে বালুর বাঁধের কাজ করি , যার সুফল অত্র অঞ্চলের মানুষ নদী ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছেন। আল-আমিন ছিল মোহাম্মদ নাসিমের আদর্শের একনিষ্ঠ কর্মী।

আমি তার বিদ্রহী আত্মার মাগফেরাত কামনা করছি।উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার এর সঞ্চালনায় আরও বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং মরহুমের তার ভাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার প্রমুখ।পরে মাওলানা আব্দুল মোতালেব হোসেন এর মোনাজাত পরিচালনায়

মরহুম আল আমিন তালুকদার ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম, শহীদ এম মনসুর আলী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার, সহ-প্রচার সম্পাদক শওকত আকবর, জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার।উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদ শেখ সহ সকল নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com