ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার পিপিএম বার। গত ০৫ জুন রোজ শনিবার ময়মনসিংহ জেলার পুলিশ লাইনে কল্যাণ সভায় সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম সেবা, ওসি ফিরোজ তালুকদারকে পুরস্কার তুলে দেন। কল্যান সভায় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ও সকল থানার ওসি সহ প্রমূখ।
Development by: webnewsdesign.com