সোমবার (২৫ জানুয়ারী) সকালে নগরীর টাউন হল অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ান কমিটি কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ইসলামিক ফাউন্ডেশন এর অতিরিক্ত মহাপরিচালক আনিছ মাহমুদ, বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এর প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি এবং সঞ্চালনা করেন ইসলামী ফাউন্ডেশন এর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এবিএম গোলাম সারোয়ার। এ ছাড়া ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com