ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী বিল্লাল হোসেন সরকার বিজয়ী হয়েছেন। ময়মনসিংহে দ্বিতীয় ধাপে শনিবার (১৬ জানুয়ারী) মুক্তাগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই এ নির্বাচন শেষ হয়।
মুক্তাগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৫ শত ৯৯ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। পৌরসভায় ৫ জন মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিল পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩ জন সরাসরি ভোটে প্রতিদ্বন্ধীতা করেন।
সর্বশেষ ভোটের ফল গণনায় মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন সরকার নৌকা প্রতীকে ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধীতা বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র শহিদুল ইসলাম ধানের শীষ প্রতিকে ৫ হাজার ২৬১ ভোট পান।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মনিরুজ্জামান দুদু, ২নং ওয়ার্ডে মতিউর রহমান, ৩নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, ৪নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৫নং ওয়ার্ডে আঃ হাকিম, ৬নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড মির্জা আবুল কালাম, ৮নং ওয়ার্ডে হানিফ মির্জা, ৯নং ওয়ার্ডে বজলুর রহমান জয়ী হন।
সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নং ওয়ার্ডে, ৪,৫,৬ নং ওয়ার্ডে শিখা আক্তার এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে জেসমিন আক্তার বেসরকারি ভাবে বিজয়ী হন।
Development by: webnewsdesign.com