মনোনয়নপত্র জমা দিলেন জাপার মেয়র প্রার্থী স্বপন

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন জাপার মেয়র প্রার্থী স্বপন
apps

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে জাতীয় পার্টি এই মেয়র প্রার্থী রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে এ মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, জাতীয় পার্টি থেকে রাসিক নির্বাচন করার জন্য সাহাবুদ্দিন বাচ্চু ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে দল থেকে সাইফুল ইসলাম স্বপনকে রাসিক নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি নির্বাচন কমিশন অফিস থেকে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কছে মনোনয়নপত্র জমা দেন। এসময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com