তুচ্ছ বিষয় নিয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটার সময়ে দরদাম নিয়ে বিতর্কের জেরে দোকান কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।
রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এক পর্যায়ে তারা নিউ মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে দোকান কর্মচারীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাত দুইটার দিকে আরো টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের বুঝিয়ে রাতেই তাদের ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Development by: webnewsdesign.com