মধুখালীতে ট্রাকের ধাক্কায় ২ মাইক্রোবাস যাত্রী নিহত

রবিবার, ২৫ অক্টোবর ২০২০ | ১২:৫৩ অপরাহ্ণ

মধুখালীতে ট্রাকের ধাক্কায় ২ মাইক্রোবাস যাত্রী নিহত
apps

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় ২ মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার মোশাররফ হোসেন (৭৫) ও চুয়াডাঙ্গা রেলপাড়া এলাকার মোকাররম হোসেনের স্ত্রী মোমেনা খাতুন (৬০)।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহমান জানান, দিবাগত রাত দেড়টার দিকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে নরসিংদী থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন তারা। এ সময় আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে গতিরোধকের কাছে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন পাঁচজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় আনা হয়েছে।দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Development by: webnewsdesign.com