মদ না দেওয়ায় পুরো দোকান জ্বালিয়ে দিলেন তিনি

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

মদ না দেওয়ায় পুরো দোকান জ্বালিয়ে দিলেন তিনি
apps

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে মদের দোকানে আগুন দেওয়ায় এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রবিবার দেশটির পুলিশ বলেছে, বিশাখাপত্তমের মাদুরওয়াদা থানা এলাকায় ওই ব্যক্তি মদ না পেয়ে দোকানে আগুন জ্বালিয়ে দেন। খবর এনডিটিভির।

পথিনামাললয় পালেমের পুলিশ ইন্সপেক্টর রাম কৃষ্ণের বরাত দিয়ে এনডিটিভি বলছে, অভিযুক্ত ব্যক্তির নাম মধু। তিনি মাদুরওয়াদা এলাকায় এক মদের দোকানে আসেন। তবে ওই সময়ে দোকানটি বন্ধ করছিলেন কর্মীরা। তাই মধুকে তারা মদ দিতে অস্বীকৃতি জানায়। এতের মদের দোকানের কর্মী ও মধুর মধ্যে তর্ক শুরু হয়। সেইসময় মধু দোকানের কর্মীদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। গতকাল রবিবার সন্ধ্যায় পেট্রলের ট্যাংক নিয়ে ওই দোকানে হাজির হন মধু। এরপর দোকানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। সেইসময় দোকানের ভেতর কর্মীরাও ছিলেন।

দোকানের কর্মীরা কোনোক্রমে দোকান থেকে বেরিয়ে আসতে পারলেও পুরো দোকান পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, এতে দোকানের দেড় লাখ রুপির মালামাল ক্ষতি হয়েছে। এরমধ্যে একটি কম্পিউটার, প্রিন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান রাম কৃষ্ণ। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com