বয়সকে ছাপিয়ে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন লুকা মদ্রিচ। খেলেছেন চারটি বিশ্বকাপে। ১৮ বিশ্বকাপে রানার্সআপ ও বাইশে তৃতীয় স্থান অর্জন করেছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। অনেকেই এখানেই শেষ ধরে নিলেও মদ্রিচ এখনো তা ভাবছেন না।
মদ্রিচের চোখ এখন চব্বিশের ইউরোতে। তবে এগোতে চান ধাপে ধাপে। তারপর ভাববেন ভবিষ্যৎ নিয়ে। বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই বলেছেন তিনি।
মদ্রিচ বলেন, ‘আমি জাতীয় দলে উপভোগ করছি। আমি সুখি। আমি এখনো মনে করি সর্বোচ্চ পর্যায়ে আমি পারফর্ম করতে পারি। আমি নেশন্স লিগ পর্যন্ত খেলে যেতে চাই। এটার পরে আমি ভাববো ইউরো নিয়ে। এখন আমি ধাপে ধাপে এগোবো এবং নেশন্স লিগ পর্যন্ত খেলে যাব তারপর বাকিটা দেখা যাবে।
শুধু তাই নয় ক্রোয়েট ম্যানেজার দালিচও চান মদ্রিচ তার খেলা চালিয়ে যাক। সে আমাদের অধিনায়ক। আমাদের বিগ বস। সাইত্রিশ বছর বয়সেও সে অসাধারণ খেলছে। সে খেলছে বিশ বছরের তরুণের মতো। অনেকে মনে করে এটা শেষ, আমি মনে করি লুকা মদ্রিচ আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে থাকবে।
Development by: webnewsdesign.com