মতলব উত্তর উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ৮:২৯ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ
apps

বৈশ্বিক করোনা মহামারি থেকে বাঁচতে ‘কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ২০২১’ এর আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. মো. জাবেদ ইকবাল রিয়াদ।এ সময় কন্সালটেন্ট ডা. ইসমাঈল হোসেন’সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ডা. নুসরাত জাহান মিথেন বলেন, দেশে করোনার টিকাদানের জোর প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। টিকা আসার পর মানুষকে টিকা দেয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করহ য়। প্রশিক্ষণের মধ্য দিয়ে মাঠপর্যায়ে কাজের গতি আসবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন আরো বলেন, মতলব উত্তর উপজেলায় ৮ হাজার ৭শ’ টিকা ইতিমধ্যে এসে পৌছেছে। আনুষ্ঠানিক ভাবে ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান শুরু হবে।

ডা. নুসরাত জাহান মিথেন বলেন, প্রশিক্ষণে করোনা সংক্রমণের সাধারণ ধারণার পাশাপাশি টিকা কেন্দ্র পরিচালনা, টিকা দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি শেখানো হবে। পাশাপাশি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে করণীয় সম্পর্কেও ধারণা দেওয়া হয় কর্মীদের।
তিনি আরো বলেন, অ্যাপে নিবন্ধনের পর টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি একটি কার্ড পাবেন। টিকা গ্রহণের দিন সেই কার্ড কেন্দ্রে আনতে হবে। কার্ডও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। কার্ডে ব্যক্তির সাধারণ তথ্যের পাশাপাশি সাতটি সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। টিকা দেয়া শেষ হলেও ভবিষ্যৎ প্রয়োজনে কার্ডটি সংরক্ষণ করুন।

Development by: webnewsdesign.com